প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের আয়তন কত?
উঃ ১০,৫৫২ বর্গ কিঃ মিঃ।
প্রশ্ন : ময়মনসিংহ বিভাগে কয়টি জেলা এবং জেলাগুলোর নাম কী?
উঃ ৪ টি। ময়মনসিংহ বিভাগের জেলাসমূহ:
✅ ময়মনসিংহ
✅ জামালপুর
✅ নেত্রকোণা
✅ টশেরপুর
প্রশ্নঃ ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উঃ ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর।
প্রশ্নঃ ময়মনসিংহ বাংলাদেশের কততম বিভাগ?
উঃ অষ্টম।
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের সীমারেখা কী?
উঃ ময়মনসিংহ বিভাগের সীমারেখা:
✅ উত্তর: ভারতের মেঘালয় রাজ্য।
✅ দক্ষিণ: ঢাকা বিভাগ।
✅ পূর্ব: সিলেট বিভাগ।
✅ পশ্চিম: রংপুর ও রাজশাহী বিভাগ।
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের বৃহত্তম জেলা কোনটি?
উঃ ময়মনসিংহ।
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উঃ শেরপুর।
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগে ইউনিয়নের সংখ্যা কত?
উঃ ৩৫১ টি।
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগে উপজেলার সংখ্যা কত?
উঃ ৩৫ টি।
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগে পৌরসভার সংখ্যা কত?
উঃ ২৭ টি।
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগে সংসদীয় আসন সংখ্যা কত?
উঃ ২৪ টি।